সংগীতা চৌধুরী,বহরমপুরঃ- মহাতীর্থ কালীঘাট দর্শনে গিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যোগ্য সহধর্মিনী সারদা দেবী। কিন্তু তার দর্শন আমাদের আর পাঁচটা মানুষের মত স্বাভাবিক দর্শন ছিল না। তিনি যখন কালীঘাটে দেবী দর্শনে গিয়েছিলেন, তখন স্বয়ং কালীঘাটের মা মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপে সারদা মায়ের সামনে আবির্ভূতা হয়েছিলেন। সেই অলৌকিক কাহিনীই আজকে বলবো।
কালীঘাটের গর্ভগৃহে প্রবেশ করে শ্রীমা মায়ের ভক্তি ভরে পুজো করলেন। পুজো করে বেরিয়ে আসার সময় তিনি ভাবতে থাকলেন যদি কোন সধবাকে দেখতে পান তো তার সিথিঁতে মায়ের সিঁদুর পরিয়ে দেবেন। তিনিতো মা তাই সব সময় সকলের মঙ্গল কামনা করতেন। আর এই রকম ভাবনা ভাবতে ভাবতেই ঘটে গেল অলৌকিক ঘটনা।
শ্রীমায়ের কথায় -“মাকে দর্শন করে আসার সময় ভাবলুম কোন সধবাকে একটু সিঁদুর দিই। এমন সময় দরজার কাছে দেখলুম একটি বউ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কপালে সিঁদুর দিতেই সে যেন শিউরে উঠলো।”আমি বললুম -“ওকি মা অমন করলে কেন?”বউটি তখন কোনো কথা না বলে ঘোমটা তুলল। দেখি কপালে আরেকটি চোখ। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলুম। কতক্ষণ পরে দেখলুম বউটি নেই”