সংবাদদাতা, কালনাঃ- এক মহিলার রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়াল কালনায়। মৃতার নাম শান্তি হাজরা, বয়স ৫৫ বছর। বাড়ি মন্তেশ্বর থানার মামুদপুরের হাজরাপাড়ায়। মহিলা এলাকায় পরিচারিকার কাজ করতেন।
সোমবার রাতে মামুদপুর ১ পঞ্চায়েতের বারাপুর এলাকার একটি নির্জন জায়গায় গলা কাটা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়। মহিলাকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে মামুদপুরের বারাপুর এলাকায় ওই দিন রাতে হঠাৎ করেই একটি চিৎকার কানে আসতেই মানুষজনের সন্দেহ হয়। এরপরেই এক মহিলাকে স্থানীয়রা ছুটে পালাতে দেখে। তারপরেই ওই সন্দেহভাজন মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা। পাশাপাশি ওই এলাকারই নির্জন জায়গা থেকে শান্তির রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তবে কি আটক মহিলাই শান্তি হাজরাকে খুন করেছে? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।