eaibanglai
Homeএই বাংলায়নিউ ইয়ারেই কেন কল্পতরু উৎসব হয়

নিউ ইয়ারেই কেন কল্পতরু উৎসব হয়

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ– আজ ইংরেজি নববর্ষ, সবাই হ্যাপি নিউ ইয়ার পালন করেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, এই দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত। ১৮৮৬ এর ১লা জানুয়ারী কাশী পুরের বিরাট বাগান বাড়িতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে কল্পতরু হিসেবে ঘোষণা করেছিলেন। ১ লা জানুয়ারি সকালবেলা গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর নিজের অবতারত্বের কথা জিজ্ঞেস করলে গিরিশ ঘোষ তখন বলেন,“স্বয়ং ব্যাস বাল্মীকি যার‌ ইয়ত্তা করতে পারে নি, এই অধম গিরিশ তাঁর কি বলবে।”

এরপর ঠাকুর সমাধিস্থ অবস্থায় সকলের উদ্দেশ্যে বলেন , “ তোমাদের কি আর বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক।” এরপর ঠাকুর উপস্থিত সকল গৃহী ভক্তদের বুকে পিঠে হাত বুলিয়ে দেন। ঠাকুরের সেই স্পর্শের মধ্য দিয়ে সকল ভক্তরা সেদিন অলৌকিকতার ছোঁয়া অনুভব করেন। জাগতিক সকল চাওয়া-পাওয়ার উর্ধ্বে ঠাকুরের এই আশীর্বাদ কৃপার কারণেই ১লা জানুয়ারি দিনটি সেই থেকে কল্পতরু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments