সংবাদদাতা, কাঁকসাঃ- কাঁকসা ব্লকের প্রথম শহীদ তৃণমূল কর্মী সান্টু গোপাল মণ্ডলের আবক্ষ মূর্তি উন্মোচন করে তার স্মরণ সভা অনুষ্ঠিত হলো কাঁকসা ব্লকের আমলাজোরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবনা বেড়া গ্রামে। এদিন শহীদ তৃণমূল কর্মীর আবক্ষ মূর্তি উন্মোচন করেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিত মণ্ডল, জেলা তৃণমূল যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মণ্ডল, আদিবাসী সেলের জেলা সভাপতি মঙ্গল টুডু, কাঁকসা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্পিতা ঢালী সহ অন্যান্য শাখা সংগঠনের কর্মীরা এবং কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।
এদিন আবক্ষ মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি শহীদ তৃণমূল কর্মী সান্টু গোপাল মণ্ডলের জীবন কাহিনী তুলে ধরা হয় সকলের সামনে। কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানান, ১৯৯৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সান্টু গোপাল মণ্ডল। তৃণমূলের প্রার্থী হওয়ার অপরাধে তৎকালীন বাম সরকারের সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা তাকে হত্যা করে।
কাঁকসা ব্লকে তৃণমূলের প্রথম শহীদ সান্টু গোপাল মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবছর তাঁর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তবে এবছর তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেইমতো আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় তার পরিবারের সদস্যদের নিয়ে।এদিন স্মরণ সভা এবং আবক্ষ মূর্তি উন্মোচন করার পাশাপাশি সান্টু গোপাল মণ্ডলের বাড়ি গিয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস সহ কাঁকসা ব্লকের তৃণমূল নেতৃত্ব।