সংবাদদাতা কাঁকসাঃ- রাজ্যজুড়ে চলছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন। সকাল থেকেই পানাগড় বাজারের সমস্ত দোকান বাজার হাট বন্ধ রয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকান বন্ধ।শুনশান রাস্তা ঘাট। অন্যান্য দিনের তুলনায় আজকের লকডাউনে সকাল থেকেই রাস্তায় কিছু মানুষের দেখা মিললেও অন্যান্য দিনের থেকে সংখ্যাটা ছিলো কম। সকাল থেকেই প্রতিটা রাস্তার মোড়ে কাঁকসা থানার পুলিশ কড়া নজরদারি রেখেছিলো। মাস্ক ছাড়া যারা বাইরে ঘুরে বেড়াচ্ছিল বা লকডাউন অমান্য করে যারা রাস্তায় বেরোয় তাদের জিজ্ঞাসাবাদ করার পর ছাড়া হয়,পাশাপাশি অনেক মানুষকেই বাড়ি পাঠানো হয় এদিন। এছাড়াও প্রতিটি এলাকার চলে পুলিশের টহল, পাড়ার মোড়ে কোথাও মানুষের ভিড় দেখলে তাদের বাড়ি পাঠান পুলিশ কর্মীরা। লকডাউন মানার জন্য চলে মাইকে প্রচার। এদিন পানাগড় বাজারের চৌমাথা মোড়ে দুপুর ১২টা থেকে নাকা চেকিং শুরু করে কাঁকসা থানার পুলিশ।সমস্ত মোটরসাইকেল আরোহীদের পরিচয় পত্র দেখে তারপরেই ছাড়া হয়।এছাড়াও সমস্ত ছোট গাড়ীর ডিকি খুলে চেকিং করেন পুলিশ কর্মীরা। এদিন মাস্ক ছাড়া বাইরের ঘোড়ার জন্য ১২জনকে আটক করা হয়।