eaibanglai
Homeএই বাংলায়কাঁকসায় সুফল বাংলা হাবের উদ্বোধন

কাঁকসায় সুফল বাংলা হাবের উদ্বোধন

সংবাদদাতা,কাঁকসাঃ- সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জন্মজয়ন্তীতে কাঁকসার কৃষক বাজারে উদ্বোধন হল সুফল বাংলা হাবের। এদিন কলকাতার রেড রোডে অনুষ্ঠিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে অনুষ্ঠান থেকে ভার্জুয়ালি এই উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কাঁকসায় সবুজ পাতাকা দেখিয়ে ৮টি সুফল বাংলার গাড়ির উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক। এছড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুনপ্রসাদ, পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি, পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি সমীর বিশ্বাস, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, কাঁকসার বিডিও পর্ণা দে সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।

এবার থেকে এই কৃষক বাজারের সুফল বাংলা হাব থেকে টাটকা সবজি নিয়ে বিভিন্ন গ্রামে উপভোক্তাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে সুফল বাংলার গাড়ি। যার জেরে উপভোক্তারা স্বল্পমূল্যে টাকটা কাঁচা সবজি ক্রয় করতে পারবেন। স্বভাবতই খুশি এলাকার কৃষক থেকে উপভোক্তা সকলেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments