ব্রিগেড অনুষ্ঠানে যোগ দিতে কাঁকসার আদিবাসী সম্প্রদায়ের পদযাত্রা

731

নিজস্ব প্রতিনিধি, কাঁকসাঃ আগামী ১৯ শে জানুয়ারী কলকাতায় ব্রিগেডে তৃণমূলের সভা। সেই সভাকে সামনে রেখে বুধবার কাঁকসায় রঘুনাথপুর থেকে কাঁকসায় জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ রঘুনাথ পুর থেকে পদযাত্রায় অংশ নেয় । প্রায় কয়েকশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধামসা মাদল নিয়ে এদিন মিছিলে হাঁটেন। রঘুনাথ পুর থেকে পদযাত্রা এসে পানাগড় বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। জানা গেছে এই পদযাত্রা শেষ হবে তৃণমূলের ব্রিগেডের সভায়। ওপর দিকে বুধবার বিকালে একটি মিছিল হয় কাঁকসা হাটতলা থেকে ১৯ শে জানুয়ারির সমর্থনে। এই মিছিল কাঁকসার হাটতলা থেকে পনাগড়ের রণডিহা মোড় পর্যন্ত যায়। মিছিলে যোগ দেন তৃণমূল নেতা প্রভাত চ্যাটার্জি ,যুব নেতা কুলদীপ সরকার সহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here