নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত আঞ্চলিক খাদি মেলা আজ থেকে শুরু হলো দুর্গাপুরে। রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ এর হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মেলাটি। এই আঞ্চলিক মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে সাথে, উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী মৃগেন পাল সহ পৌরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ও অন্যান্য কাউন্সিলররা । এই নিয়ে দুর্গাপুরে তৃতীয় বর্ষ আয়োজিত হল এই মেলা । দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন গান্ধী মোড় পুরসভা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। দেশের তথা বিভিন্ন রাজ্যের প্রায় ১৫০ টি স্টলের সম্ভার এই মেলাতে। মূলত তাঁতবস্ত্রের ওপরেই এই স্টলে বিভিন্ন শিল্পীরা এসেছেন। নিজের উদ্বোধনী ভাষণে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন এই মেলাটির পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এর পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে । তিনি আরও বলেন বিগত সরকারের সময় কালে খাদি বোর্ডের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এই খাদি বোর্ড এখন লাভ করছে। বিভিন্ন জেলেই মেলা আয়োজন করে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিভিন্ন শহর থেকে ও খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে । মন্ত্রী স্বপন দেবনাথ জানান শিল্প শহর দুর্গাপুর এবার বিক্রির পরিমাণ আরো অনেকটাই বাড়বে বলে বিশ্বাস।