নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গোত্সব। যদিও করোনা মহামারি আবহে এবার উত্সবের টানে ভাটা পড়েছে। এই বছর সেই অর্থে সাড়ম্বরে পালিত হবে না দুর্গাপুজো। কারণ, করোনা ভাইরাসের আতংকে মানুষ এখনও ঘরবন্দি। টিকা আসা না পর্যন্ত এই ঘরবন্দি অবস্থা সম্পূর্ণ মিটবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাঙালির সেরা উত্সব বলে কথা, তাই ভাইরাসের দাপট যতই থাকুক, দুর্গাপুজোকে ঠেকিয়ে রাখা যাবে না। আড়ম্বর করে না হলেও দুর্গাপুজো হবেই। এই পরিস্থিতিতেই শুরু হয়ে গেছে খুঁটিপুজো। বুধবার দুর্গাপুরের এ-জোন সর্বজনীন দুর্গাপূজা ও কালিপূজা কমিটি করোনা বিধি মেনে খুঁটিপুজো সারল। আর এই খুঁটিপুজো উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। করোনা আবহে রক্তের চাহিদা থাকলেও সুরক্ষার কথা মাথায় রেখে অনেক ক্ষেত্রে রক্তদান শিবির বাতিল করছেন উদ্যোক্তারা। কোথাও শিবির হলেও রক্তদাতাদের সংখ্যা নগণ্য। তাই বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা ঊর্ধমুখি। সেই কথা মাথায় রেখেই রক্তদান শিবিরের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। ডুমুরতলা ইয়ুথ সেন্টারের পরিচালনায় এই দিনের শিবিরে ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সম্পুর্ণ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছিল শিবিরের। উপস্থিত ছিলেন ৪ নম্বর বোরো চেয়ারম্যান চান্দ্রশেখর ব্যানার্জি।