নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:-
কালী পূজার পর দিন ধামসা, মাদল বাজিয়ে আঞ্চলিক ভাষায় গান গেয়ে দীর্ঘ বিশ্রামের পর জাগানো বলদ ও মহিষকে।

পরের দিন অর্থাৎ ভাইফোঁটার দিন ওই মহিষ বা বলদ গুলিকে একটি খুঁটির মধ্যে বেঁধে গান গাইতে গাইতে গরু মা মহিষের চামড়া খন্ড নিয়ে খুঁটিতে বাঁধা গরুর সামনে ধরে।আর তা দেখে ওই গরু বা মহিষ তাদের আক্রমণ করে।

এই উৎসবই রাঢ় বাংলার মানুষের কাছে খুঁটান উৎসব। বর্ষার ধান লাগানোর পর লাঙ্গলের কাজে লাগানো গরু বা মহিষের কাধে তেল দিয়ে তাদের বিশ্রাম দেওয়া হয়। এরপর তারা প্রায় দীর্ঘ তিন মাস বিশ্রাম পায়। এরপর শুরু হবে ধান কাটার কাজ।

সেই ধান ঘরে তোলার জন্য গাড়ী টানার জন্য বা পরবর্তী শীত কালিন কৃষিকাজে আবার কাজে লাগানো হবে ওই বলদ বা মহিষকে, তাই তাদের কে কাজে নামানোর আগে নতুন করে জাগিয়ে তোলার জন্যই এই রীতি চালু বলে জানাগেছে।