সংবাদদাতা , বাঁকুড়াঃ- করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। সারাদেশের মানুষ আজ গৃহবন্দী। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। রাস্তা ঘাটে মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। করোনা ভাইরাস এর কারণে পবিত্র শবে বরাত বাড়ির মধ্যে পালন করা হচ্ছে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া গ্রামে দেখা গেল কচি – কাচারা দিনের বেলায় আব্দুল করিম চিশতির মাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছুটা আনন্দ উপভোগ করতে। আট বছর বয়সের শেখ তামান্না বলে রাতে পালন করছি না কারণ আমাদের তারাবাতি ও বাজির দিকে যাতে মন না চলে যায় তার জন্য দিনের বেলায় কিছুটা আনন্দ করছি। আমরা প্রতিজ্ঞা করেছি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে তারাবাতি ও বাজি ফাটাবো না এ বছর।