eaibanglai
Homeদক্ষিণ বাংলাকুমারমঙ্গলম পার্কের দখল নিল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ

কুমারমঙ্গলম পার্কের দখল নিল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দীর্ঘ আইনী লড়াই, টালবাহানা ও রাজনৈতিক লড়াইয়ের শেষ হল আজ। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ থেকে আজ পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে পুনর্দখল করে নেওয়া হলো কুমারমঙ্গলম পার্ক।

দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ আশির দশকে ইস্পাত মন্ত্রী মোহন কুমার মঙ্গলম এর নামে এই শিশু উদ্যান তৈরি করেছিল। ইস্পাত কর্তৃপক্ষ সুসজ্জিত এই পার্কটির নাম দেওয়া হয়েছিল কুমারমঙ্গলম পার্ক। বেশ কিছুদিন নিজেদের তত্ত্বাবধানে রাখার পর দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে এটিকে কোন বেসরকারি সংস্থা হাতে দিয়ে চালিত করা হবে। সেই মতো টেন্ডার ডেকে এক বেসরকারি সংস্থাকে পার্কটি দেখ ভালের দায়িত্ব দেওয়া হয়। বেসরকারি ওই সংস্থাটি পার্ক দখল নেওয়ার পর থেকেই শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। সাজিয়ে তোলা হয় গোটা পার্কটি কে।
কিন্তু কয়েক বছর আগে ইস্পাত কর্তৃপক্ষের সাথে মত বিরোধ হয় ওই বেসরকারি পার্ক পরিচালন সংস্থা। ফল স্বরূপ আদালত পর্যন্ত গড়ায় সেই দ্বন্দ্ব। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ সকাল বেলায় বিশাল পুলিশবাহিনী নিয়ে পার্কে হাজির হন ইস্পাত কর্তৃপক্ষ। পুনর্দখল করা হয় কুমারমঙ্গলম পার্কটি কে বেসরকারি সংস্থার হাত থেকে। এতদিন পার্কটি কে যে বেসরকারি সংস্থা পরিচালনা করত তাদের কর্ণধার দেবাশীষ বাবু জানান তিনি নতুন করে আদালতের কাছে আবেদন করেছেন আদালতে একটি হেয়ারিং ইতিমধ্যে হয়ে গেছে তার মাঝেই অনৈতিক ভাবে তাকে সরিয়ে দেওয়া হল। দেবাশীষ বাবু বলেন তিনি রাজনৈতিক লড়াইয়ের শিকার হলেন, কারণ তিনি একজন বিজেপি কর্মী। সাধারণ ইস্পাত নগরীর বাসিন্দারা বহুদিন ধরেই এই পার্কটির বিরুদ্ধে বহু অভিযোগ জানিয়ে এসেছেন। ইস্পাত নগরীর এক বয়স্ক ব্যক্তি জানান যখন এই পার্কটিকে বেসরকারি সংস্থার হাতে পরিচালনা করতে দেওয়া হয়েছিল তখন পার্কের ভেতরে প্রবেশ করার জন্য ৩ টাকার টিকিট নেওয়া হবে বলে বলা হয়েছিল, কিন্তু সময় কালে সেই টিকিটের মূল্য ২০ টাকা করে দেওয়া হয়। শুধু তাই নয় সন্ধ্যে সাতটার পর পার্কটি বন্ধ করে দেওয়ার কথা ছিল কিন্তু ওই বেসরকারি সংস্থাটি প্রায় সাড়ে আটটা পর্যন্ত রাত্রে পার্কটি খোলা রাখতেন। পার্কটির ভেতর চলছে নানান অসামাজিক কার্যকলাপ। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিস্তর অভিযোগ এই পার্কটি ঘিরে তাদের কথা অনুসারে এই পার্কের জলের সংযোগ ও বিদ্যুৎ সংযোগ বহুদিন আগেই বিচ্ছিন্ন করে দিয়েছিল ডিএসপি কর্তৃপক্ষ। কিন্তু এই পার্ক কর্তৃপক্ষ সন্ধ্যে সাতটার পরেও কুড়ি টাকার চেয়েও বেশি মূল্যের টিকিট দিয়ে যুবক-যুবতীদের কে অন্ধকার ঘুটঘুটে পার্কের ভেতর প্রবেশ করে অশ্লীল কার্যকলাপে লিপ্ত হতে সাহায্য করত। তাতে স্থানীয় বাসিন্দাদের আসা যাওয়ার সময় নগন্য চিত্র ধরা পড়তো নষ্ট হতো সামাজিক পরিবেশ। পার্কটি দখল নিয়ে ইস্পাত কারখানার কর্তৃপক্ষ জানান তারা অবিলম্বে সংস্থার সি.আই.এস.এফ মোতায়ন করে পুরো পার্কটির রক্ষণাবেক্ষণ আপাতত করবেন পরে আবার সময় করে নতুন টেন্ডার ডাকা হবে পার্কটির পরিচালন করার জন্য। আজ ও কাল পার্কের ভেতর বেশ কয়েকটি অনুষ্ঠান অগ্রীম বুকিং ছিল সেই সব অনুষ্ঠানগুলি বাতিল বলে ঘোষণা করা হলো ইস্পাত কর্তৃপক্ষের থেকে। বেশ কয়েকটি সংস্থার বসন্ত উৎসব হওয়ার কথা ছিল কুমারমঙ্গলম পার্কের ভেতর কিন্তু আজ এই দখল নেওয়ার প্রক্রিয়ার ফলে তা অনিশ্চিত হয়ে পড়লো। বেশ কয়েকটি সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি তারা কালকের অনুষ্ঠানের জন্য নেমন্তন্ন পত্র বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন এই মতো অবস্থায় যদি অনুষ্ঠান না হয় তারা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন এর দায় কে নেবে। তবে ইস্পাত কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দেন এতে তাদের কিছু করার নেই সমস্ত আইন মেনেই তারা আজ পার্কটি কে পুনর্দখল করলেন। স্বভাবতই দুর্গাপুর ইস্পাত কারখানার এই সিদ্ধান্তে খুশি শিল্পাঞ্চল বাসী তাদের মত বহুদিন পর ইস্পাত কর্তৃপক্ষ তাদের এই অক্সিজেন ভরা কুমারমঙ্গলম পার্কটি ফিরে পাবেন আগের মতন করে এর জন্য দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষকে তারা ধন্যবাদ জানিয়েছেন।
তৃণমূল কংগ্রেসের নেতা রাজিব ঘোষ জানান তারা ডিএসপির কাছে দরবার করেছিলেন বহুবার যাতে পার্কটি কে বেসরকারি সংস্থার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। পার্কের আইন-শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আজ তারা খবর পেয়েছেন যে পার্কটি কে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ পুনর্দখল করেছেন এতে তারা খুশি ও সব রকম সাহায্য করতে রাজি বলে জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments