বিশেষ প্রতিনিধি, কলকাতা:- প্রয়াত হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধু উমা কাজী। বুধবার রাত্রি সাড়ে ন’টায়। বাংলাদেশের রাজধানী ঢাকায়। তিনি ছিলেন কবি নজরুলের পুত্র আবৃত্তিকার কাজী সব্যসাচীর স্ত্রী। সব্যসাচীর জ্যেষ্ঠ কন্যা খিলখিল কাজি জানালেন “সেই ২০১৬ সাল থেকেই মা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েছিলেন। গত দু’বছর শয্যাশায়ী ছিলেন। আজ রাত্তিরে আমাদের ছেড়ে চলে গেলেন।”
কবি নজরুলের অসুস্থ অবস্থায় দীর্ঘকাল তার সেবা করেন আপাত অন্তরালে থাকা উমা কাজী। কলকাতার সি. আই. টি রোডের ফ্ল্যাটে থাকার সময় থেকে , কবির জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন অসুস্থ কবির সেবায় নিবেদিত প্রাণ । উমা কাজির দুই কন্যা খিলখিল আর মিষ্টি। এক পুত্র বাবুল। মিষ্টি কলকাতার বাসিন্দা হলেও, খিলখিল আর বাবুল ঢাকার জাতীয় কবিভবনেই মা -উমা কাজীকে নিয়ে বসবাস করতেন । কবি নজরুলের আরেক পুত্র অনিরুদ্ধ’র স্ত্রী কল্যাণী কাজী এখনও কলকাতাতেই বসবাস করেন। উমা কাজীর মৃত্যু সম্পর্কে কল্যাণী কাজী অবশ্য এখনও কোনো প্রতিক্রিয়া দেননি । বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন । সেখানেই রয়েছে কবিপত্নী প্রমীলা দেবীর সমাধি।