নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- কলকাতায় চলছে ৪৫ তম আন্তর্জাতিক বইমেলা। শনিবার বইমেলার ‘কংগ্রেস বার্তা’র স্টলে উপস্থিত হয়েছিলেন
বিশিষ্ট কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়, প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত, পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি তথা প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়, ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায়, তপন আগরওয়ালা, অর্ঘ্য গন ,সাহেব লাহেরী, তাপস সিনহা, অমিতাভ সিনহা সহ অন্যান্যরা। এদিনের এই বিশেষ মুহুর্তে বর্ষীয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়ের হাতে ওনার লেখা গান্ধী ও তাঁর দর্শন সম্পর্কিত “স্বাধীনতার ধাপে ধাপে” বইটি তুলে দেন। বর্ষীয়ান কংগ্রেস নেতার হাত থেকে তাঁর লেখা বই উপহার পেয়ে স্বভাবতই খুশি প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়।