সংবাদদাতা, বুদবুদঃ-
জাতির জনক মাহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে পূর্ব বর্ধমানের বুদবুদের কৃষ্ণরামপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৬তম বর্ষ নক আউট ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এদিন খেলার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু মহাশয়, জেলার সাধারণ সম্পাদক খোকন দাস মহাশয় ও কাঞ্চন কাজী, গলসী বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি ও তৃণমূল নেতা মোঃ জাকির হোসেন সহ অন্যান্য রা।