নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- পশ্চিম বর্ধমান জেলায় সম্ভবত প্রথম নবমীর সকালে দুর্গাপুরের আমরাই গ্রামের ইন্দ্রপ্রস্থ আদ্যা শক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সংঘের পুজায় আয়োজিত হল সপ্তকুমারী পূজা। সাতজন কুমারী মেয়েকে মৃন্ময়ী দুর্গার রুপে ভক্তি সহকারে পূজা করা হয়। এই কুমারী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর পৌরসভার ডেপুটি মেয়র শ্রীমতি অনিন্দিতা মুখোপাধ্যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা মেয়র পরিষদ সদস্য স্বাস্থ্য এবং শিক্ষা যথাক্রমে রাখি তিওয়ারি ও অঙ্কিতা চৌধুরী, উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার ববিতা মুখোপাধ্যায়, ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুস্মিতা ভুঁই সহ অন্যান্য অতিথিরা। চন্ডী মন্ত্র শাস্ত্র মেনে এইসব কুমারী দের পূজা করা হয়, এর সাথে সাথে সাত জন দরিদ্র মহিলার হাতে মন্দিরের সেবায়েত অমৃত দাস মহারাজ ও অঙ্কিতা চৌধুরী নতুন বস্ত্র তুলে দেন। এই কুমারী পূজা দেখতে মানুষের ঢল নেমেছিল দুর্গাপুরের আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যা শক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রমে এই নিয়ে দ্বিতীয়বার এই মন্দিরে কুমারী পূজা আয়োজিত হয় বলে জানালেন মন্দিরের সেবায়েত অমৃত দাস মহারাজ। তিনি আরো বলেন কুমারী পূজার মধ্য দিয়ে বার্তা দেওয়া যে শুধু মৃন্ময়ী মাকে নয়, চিন্ময়ী কেও পূজা করতে হবে সাড়ম্বরে। এখনও সমাজে নারী নিগ্রহের মত নিন্দনীয় ঘটনা ঘটছে, ঘটছে কলঙ্কজনক ধর্ষণের ঘটনা। তাই আমাদের প্রচেষ্টা নারীকে পুজো করার মধ্য দিয়ে নারীকে সম্মান জ্ঞাপন করা।।