সংবাদদাতা, দুর্গাপুরঃ- ডিএসপির ভেতরে খাবার খেতে গিয়ে গলায় খাবার বিঁধে মৃত্যু ঘটল এক ঠিকাদার শ্রমিকের। মৃতের নাম সাবির আলি (৫২)। তিনি পিয়ারসেন বলে একটি কোম্পানিতে কাজ করতেন। আজ সকালবেলায় তিনি ডিউটিরত অবস্থায় খাবার খেতে ঢোকেন ডিএসপি প্ল্যান্টে। খাবার খাওয়ার সময় হঠাৎই তার গলায় খাবার আটকে যায় এবং তিনি সেখানেই জ্ঞান হারান। পরে জ্ঞান ফিরলে তাকে ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং তার ওপর কয়েকটি ওষুধ প্রয়োগ করা হয়। কিন্তু তাতেও তার শরীরের অবনতি হতে থাকে। এরপরেই তার শরীরের পালস না পেয়ে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করে।