পেট জুড়ে টিউমারঃ অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না, স্বেচ্ছা মৃত্যু’র দাবি মহিলার

371

সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ- পেট জুড়ে টিউমার। দারিদ্রতা গ্রাস করেছে পরিবারকে। অত্যাধুনিক মানের চিকিৎসা করাতে গেলে চাই প্রচুর টাকা। কিন্তু দুই মুঠো ভাত যোগাড় করতে না পারা পরিবারের কাছে এই ব্যয়বহুল চিকিৎসা দূরসাধ্য।

নাম বিমতা বাউরী। বয়স আনুমানিক পঞ্চান্ন বৎসর। পাণ্ডবেশ্বর এর বাসিন্দা। পরিবারের রোজগেরে বলতে কেউ নেই। সহায়-সম্বলহীন মহিলা স্বামী হারিয়েছেন অনেক আগেই। তাই এহেন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন পাড়ার স্থানীয় ছেলেরা। তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে তাদেরও হাতের নাগালের বাইরে চলে গেছে চিকিৎসা ব্যবস্থা। তাই রোগী চাইছেন স্বেচ্ছামৃত্যু। স্থানীয় সমাজসেবী কীর্তন কোটাল বলেন, আমরা সকলে মিলে চেষ্টা করেছি। তাই এই মহিলার মৃত্যু ছাড়া কোন উপায় নেই। আমরা চাই স্থানীয় প্রশাসন এবং আমাদের বিধায়ক মাননীয় জিতেন্দ্র তিওয়ারি মহাশয় এর কাছে সাহায্য প্রার্থী। বিধায়ক মহাশয় আমাদের পাণ্ডবেশ্বরের এই গরিবের ভগবান। তাই তার হস্তক্ষেপে যদি কিছু সুচিকিৎসার ব্যবস্থা হয় আমরা সকলেই উপকৃত হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here