সংবাদদাতা, বর্ধমানঃ- করোনা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে এবার খোদ পুলিশ কর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে গান শোনাতে শুরু করলেন। সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি করোনা সংক্রা্ন্ত সরকারী নির্দেশকে মানতে প্রশাসনিক উদ্যোগ চলছেই। তারই মাঝে শুক্রবার বর্ধমান মহিলা থানার পুলিশ কর্মীরা বেলকাশ এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ শুরু করলেন। করোনা ভাইরাস সম্পর্কে কি কি ধরণের সচেতনতা নেওয়া দরকার তা জানানোর পাশাপাশি এদিন করোনা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার প্রকাশিত থিম সংকে গেয়ে শোনান মহিলা পুলিশ কর্মীরা। আর খোদ ডাণ্ডার বদলে মাইক্রোফোন হাতে নিয়ে মহিলা পুলিশ কর্মীদের এই গান গাইতে দেখে রীতিমত উত্সাহও সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।