সংবাদদাতা, মালদাঃ- মহিলা পুলিশ কর্মীকে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই মাধ্যমিক পরীক্ষার্থী এবং আরও এক যুবক কে আটক করল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন পুরাতন মালদার আইহো থেকে মহিলা পুলিশ কর্মী মোসাম্মৎ খাতুন নিজের ভাইয়ের সঙ্গে বাইকে করে মালদা ফিরছিলেন। সাহাপুরের মালদা-নালাগোলা রাজ্য সড়কের কাছেই আমবাগান থেকে অকস্মাৎ তিন যুবক তদের কে রাস্তা আটকিয়ে দাঁড় করায়। এমনকি ধারালো অস্ত্র দেখিয়ে দুজনের মোবাইল সহ কয়েক হাজার টাকা নিয়ে পলাতক হয় দুস্কৃতিরা। এরমধ্যেই পুলিশ অবশ্য ওই তিন যুবক কে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের যুবক দের নাম, হেমন্ত হালদার (১৮), সায়ন সাহা (২০), ও শৈবাল দাস (২১)। ধৃতদের সকলেরই সাহাপুর এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও অনেক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ আছে বলে জানা গেছে। পুলিশ মহল ও অবাক কি করে এত অল্প বয়সে এরা সমাজবিরোধী কাজের সঙ্গে লিপ্ত। ধৃতদের জুভেনাইল কোর্টে পেশ করার কথা জানিয়েছে মালদা থানার পুলিশ। এছাড়া ধৃতদের কাছ থেকে ছিনতাই করা জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে মালদা পুলিশ।