সংবাদদাতা, বাঁকুড়াঃ- গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক মাঝবয়সি মহিলা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ৭ নম্বর ওয়ার্ডের কুচকুচিয়া এলাকায়। কুচকুচিয়া এলাকার একটি দোতলা বাড়িতে একাই থাকতেন বছর পয়ত্রিশের অপর্ণা কর্মকার নামে ঐ মহিলা। মহিলার ১৫ বছর আগে বিয়ে হয় বাঁকুড়ার বিষ্ণুপুরের। বিবাহ বিচ্ছেদের পর থেকেই বাপের বাড়িতেই বাঁকুড়ার কুচকুচিয়া এলাকায় থাকতেন তিনি। বাবা মা মারা যাওয়ার পর মানসিক অবসাদে ভুগছিলেন।
আজ বিকেল নাগাদ হঠাৎই স্থানীয় পাড়া প্রতিবেশী চিৎকারের আওয়াজে দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে জলন্ত অবস্থায় অপর্ণা কর্মকারকে দেখেন। পাড়া প্রতিবেশী প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। সদর থানার পুলিশ এসে আহত অবস্থায় ওই মহিলাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।