eaibanglai
Homeএই বাংলায়ক্ষনিকের ঝড়ে লণ্ডভণ্ড তৃণমূলের নবজোয়ারের প্রস্তুতি শিল্পাঞ্চলে

ক্ষনিকের ঝড়ে লণ্ডভণ্ড তৃণমূলের নবজোয়ারের প্রস্তুতি শিল্পাঞ্চলে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- আজ বৈকাল সাড়ে চারটে নাগাদ হঠাৎই কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের নবজোয়ারের প্রস্তুতি পর্ব। এদিন বিকালে হঠাৎই কালো মেঘ ঢেকে ফেলে গোটা আকাশ সাথে সাথে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে চলে ঝড়ো হাওয়া । সম্ভবত ঘূর্ণিঝড় মোকার প্রভাব এর ফলেই হঠাৎ এ ধরনের বিধ্বংসী ঝড় বইল শিল্পাঞ্চলে । দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তার ওপরেই বড় বড় গাছের ডাল ভেঙে পড়ে । ছিঁড়ে যায় কেবেল টিভি ও টেলিফোন এর সংযোগকারী তারগুলি । তবে স্বস্তির ব্যাপার হলো মাত্র কয়েক মিনিটিই স্থায়ী হয়েছিল এই বিধ্বংসী ঝড়টী। শিল্পাঞ্চলে না হলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বাড়তো।

এদিকে আগামী ১৬ই মে পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নবোজোয়ারের রথে চড়ে। তার এই আগমনকে কেন্দ্র করে শিল্পাঞ্চল দুর্গাপুরে তার রোড শো এর নির্ধারিত রাস্তার ওপরে কয়েক হাজার ফ্লেক্স ও ফেস্টুন দিয়ে মুড়ে ফেলা হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । এবং ১৬ই মে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর একটি সভা হওয়ার কথা রয়েছে ইস্পাত নগরীর ভেতরে রাজিব গান্ধী স্মারক ময়দানে বলে সূত্র মারফত জানা গেছে। চিত্রালয় রাজিব গান্ধী স্মারক ময়দানে সভা অনুষ্ঠিত হবে এবং রাত্রিযাপন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাবুতে । গোটা শিল্পাঞ্চল জুড়ে যখন সাজো সাজো রব উঠেছে তখন হঠাৎ করে এই আজ বিকেলের এই বিধ্বংসী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল রাস্তায় লাগানো কয়েক হাজার ফ্লেক্স, ফেস্টুন ও চিত্রালয় রাজিব গান্ধী স্মারক ময়দানে লাগানোর বেশ কয়েকটি তাবু। ঝড়ো হাওয়ার গতি বেগে তবুর কাঠামো ভেঙেচুরে যায় ও তাবুর কাপড় ছিড়ে চৌচির হয়ে গিয়েছে । রাস্তার ধারে লাগানো সমস্ত ফ্লেক্সি প্রায় ভেঙ্গে দু’টুকরো হয়ে পড়ে রয়েছে বিপদজনক ভাবে। ইতিমধ্যেই ঝড় শেষ হতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওইসব ভাঙ্গা ফ্লেক্সগুলিকে দ্রুততার সাথে রাস্তা থেকে সরানোর কাজে নেমে পড়েছেন । কিন্তু এখন প্রশ্ন হল এত কম সময়ের ভেতরে কি করে আবার নতুন করে সাজিয়ে তোলা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবোজোয়ারের রোড শো এর রাস্তা গুলি।

চিত্রালয় মেলা ময়দানে পৌঁছে দেখা গেল তাবু নির্মাণকারী সংস্থার কর্মীরা ছুটো ছুটি করছেন তাড়াতাড়ি তাদের তাবুগুলিকে আবার সঠিকভাবে নিজের জায়গায় বসাতে । তাঁবু নির্মাণকারী সংস্থার এক কর্মী জানান, “ইতিমধ্যেই আটটা থেকে দশটা তাবু সম্পূর্ণরূপে ভেঙ্গেচুরে গিয়েছে । তারা কলকাতায় যোগাযোগ করে নতুন তাঁবু আনানোর ব্যবস্থা করছেন।” অন্যদিকে ডেভিড তিলক রোড ময়দান এলাকাতে এটি স্টোর হাউস নির্মাণের কাজ চলছিল। ঝড়ের দাপটে সেটি তার নিজের জায়গা থেকে উড়ে গিয়ে পার্শ্ববর্তী কোয়াটারের দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে রয়েছে । সেখানে হালকা বৃষ্টির মাঝেই চলছে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়া কাঠামো গুলীকে সরানোর কাজ। ঝড়ের তীব্রতার ফলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় নির্মাণ সংস্থার কর্মীরা। এখন দেখার কত দ্রুততার সাথে আবার তৃণমূল কংগ্রেসের নব জোয়ারকে স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয় শিল্পাঞ্চলকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments