লাউদোহার মাধাইপুরে শুরু হল এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা

1036

সোমনাথ মুখার্জী, লাউদোহাঃ শনিবার থেকে লাউদোহার মাধাইপুরের সিধু-কানু ফুটবল ময়দানে শুরু হল বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতা। পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে ‘India Power করপোরেশন’ সহায়তায় দুদিনের আদিবাসী ফুটবল প্রতিযোগিতা শুরু হল। এই খেলায় মোট ১৬টি আদিবাসী ফুটবল দল অংশ গ্রহণ করেছে। এই বর্ণাঢ্য খেলায় বিশেষ অতিথীরা ছিলেন গোগলা পঞ্চায়েত প্রধান অনিতা দাস,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল বাগদি, ইন্ডিয়া পাওয়ার করপোরেশনের আধিকারিক কৌশিক চ্যাটার্জি ও তার সহকর্মীরা। এছাড়াও ছিলেন ফরিদপুর থানার ভার প্রাপ্ত আধিকারিক রাহুল মণ্ডল প্রমুখ। উদ্বোধনের প্রথম খেলায় প্রতিযোগিতায় অংশ নেয় রসিক ডাঙ্গা আদিবাসী ফুটবল ক্লাব বনাম জামগড়া ফুটবল । প্রথম খেলায় এক শুন্য গোলে জয়লাভ করে রসিক ডাঙ্গা আদিবাসী ফুটবল ক্লাব। এই খেলা সম্পর্কে ইন্ডিয়া পাওয়ার করপোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমার্শিয়াল কৌশিক চ্যাটার্জি জানান,বিধায়ক কাপে অংশ নিতে পেরে তারা গর্বিত। কৌশিক বাবু জানান,ইন্ডিয়া পাওয়ার বরাবরই সমাজ কল্যাণ মূলক কাজের সাথে যুক্ত থাকে। বিধায়ক কাপে আদিবাসীদের ফুটবল খেলায় সকাল থেকেই তাদের সাথে ও পাশে থাকতে পেরে খুশি তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here