ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পুরুলিয়ায়

223

সংবাদদাতা, পুরুলিয়াঃ– ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের। বিধানসভা ভোটে রাজ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হওয়ার পর থেকে জেলায় বিজেপির অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে পড়েছে। কয়েকদিন আগেই পুরুলিয়ার আড়শা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ৮ জন নির্বাচিত সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ১৭ আসনের পঞ্চায়েতটি তৃণমূলের হাতে আসে।

এই আড়শা পঞ্চায়েতে বিজেপির দু’জন নির্বাচিত সদস্য ছিলেন। সোমবার ওই দুই বিজেপি সদস্যও তৃণমূলে যোগ দিলেন। তাদের সাথে যোগ দিলেন আড়শা পঞ্চায়েত সমিতির বিজেপি থেকে নির্বাচিত এক সদস্য সহ ৫০ জন বিজেপি কর্মী সমর্থক। এদেরকে দলে যোগদান করালেন পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। ছিলেন সদ্য নির্বাচিত রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী টুডু এবং পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি সুজয় ব্যানার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here