নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বর্তমানে বিএসএনএল কর্মচারীরা দারুন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আর তাই এবার বিএসএনএল কর্মীরা বিএসএনএল অফিসের সামনে ধর্মঘট কর্মসূচি পালন করল বাঁকুড়া কেন্দুয়াডিহি বিএসএনএল দপ্তরের সামনে।
তাদের দাবি
১. বিএসএনএল ম্যানেজমেন্টের কালা ফরমান ছিড়ে দাও। ২. অনিয়মিত কর্মচারীদের অবসরের বয়স কমানো কর্মী ছাঁটাই ও কাজের দিন সংখ্যা কমানোর প্রতিবাদে , ৩. অনিয়মিত কর্মচারীদের সাত মাস থেকে বেতন না পাওয়ার প্রতিবাদে , ৪. বকেয়া মজুরি প্রদানের দাবিতে, ৫. কর্মীদের মধ্যে ঐক্য সংহতি বিনষ্ট ম্যানেজমেন্টের চক্রান্ত , এইরকম পাঁচ দফা দাবি নিয়ে আজ বিএসএনএল কর্মীরা ধর্মঘট প্রদর্শনের সামিল হন ।
দিলীপ কুমার পাল নামে এক বিএসএনএল কর্মী বলেন , ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের প্রতি ভারতবর্ষের সরকার এবং বিএসএনএল ম্যানেজমেন্ট অন্যায় অবিচার নামিয়ে এনেছেন, তার প্রতিবাদে আমরা এই ধর্মঘট পালন করছি । এর আগেও আমরা সিএমডি সাথে দরবার করেছিলাম কিন্তু তাতে তিনি মানতে রাজি না। তিনি বলেন আমাদের দাবি-দাওয়া পূরণ না হলে আমরা লাগাতার ধর্মঘটের দিকে যাব।