আইনি পরিসেবা প্রদানের উদ্দেশ্যে আইনি পরিসেবা কেন্দ্রের লোক আদালতের আয়োজন

534

সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- রাজ্যের দরিদ্র মানুষকে আইনি পরিসেবা প্রদানের উদ্দেশ্যে রাজ্য সরকার তৈরী করেছে আইনি পরিসেবা কেন্দ্র। সেই সমস্ত দরিদ্র মানুষকে আইনি পরিসেবা প্রদানের উদ্দেশ্যে আজ দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিসেবা কেন্দ্রের পক্ষ থেকে একটি লোক আদালতের আয়োজন করা হয়। এই লোক আদালতে যে সমস্ত দরিদ্র মানুষ ব্যাঙ্ক থেকে ঋন নিয়ে ঋন পরিশোধ করেতে না পারায় ঋন খেলাপির আওতায় পরে যাচ্ছিলেন তাদের সাথে ব্যাঙ্কের সাথে মিমাংসা করিয়ে তাদের ঋন খেলাপির আওতা থেকে বাঁচানোর ব্যাবস্থা হয়। এছাড়াও অন্যান্য আইনি বিষয়ে সাহায্য করা হয়। জেলার দরিদ্র মহিলা সাধারন মানুষকে আইনি পরিসেবা দিতে জেলা আইনি পরিসেবা কেন্দ্রের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারন মানুষ। এই বিষয়ে অতিরিক্ত জেলা দায়রা বিচারপতি দুলাল চন্দ্র কর জানান, আজ মূলত ব্যাঙ্ক তাদের যেসমস্ত গ্রাকদের কাছে রিন আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে প্রিলিটিগেশন মামলা করা হয়েছিল। সেই সমস্ত গ্ররকদের সেটেলমেন্ট হল আজ।অতিরিক্ত জেলা দায়রা বিচারপতি কিষান কুমার আগ্রওয়াল জানান, আজ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে সাধার লোকেদের নানা বিষয়ে সহযোগিতা প্রদান করা হচ্ছে। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কীত সমস্যা, যানবাহন দূর্ঘটনা সম্পর্কীত যাদের বিরুদ্ধে মামলা চলছে সেগুলি আর চলবে না। সেগুলি সেটেল হয়ে যাবে।মঞ্জুর মন্ডল নামে এক বিচার প্রার্থী বলেন, তার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কীত একটি সমস্যা রয়েছে। লোক আদালত এর মাধ্যমে প্রাপ্ত সহায়তার মাধ্যমে তার এই সমস্যার সমাধান হবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here