সংবাদদাতা, বাঁকুড়া:- প্রতারক সংস্থার মালপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া আটকালো স্থানীয় বাসিন্দারা। ‘প্রতারক’ সংস্থার মালপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া আটকালেন স্থানীয় মানুষ। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ঘটনা। এই ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা।

প্রসঙ্গত, গত কয়েক মাস আগে শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ময়রাপুকুরে ‘শালিমার্স ট্রেডার্স’ নামে একটি সংস্থা বিশেষ ছাড় দিয়ে গৃহস্থালীর জিনিসপত্র দেওয়ার নাম করে বেশ কিছু মানুষের কাছ থেকে অগ্রিম হিসেবে কয়েক লক্ষ টাকা নেয়। পরে ঐ সংস্থার লোকজন এলাকা ছেড়ে পালায়। এই ঘটনায় প্রতারিক মানুষ বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে ঐ সংস্থার গোডাউন সিজ করে দেয়।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতে ঐ সংস্থার গোডাউনের তাল খুলে মালপত্র অন্যত্র সরাণো হচ্ছিল। প্রতারিতরা এই ঘটনার প্রতিবাদ জানান। তাদের দাবী, তাদের খোয়া যাওয়া টাকা আগে ফেরতের ব্যবস্থা করা হোক। তারপর ঐ সংস্থার মালপত্র অন্যত্র নিয়ে যাওয়া হবে।