সোমনাথ মুখার্জি, লাউদোহাঃ- বছর খানেক আগে লাউদোহার নতুন ডাঙ্গায় জেলা পরিষদের উদ্যোগে তৈরি হয়েছিল নতুন পিচ রাস্তা। দেড় কিলোমিটার লম্বা এই রাস্তাটি তৈরি করতে খরচ হয়েছিল বিয়াল্লিশ লক্ষ টাকা। কিন্তু এক বছরেই রাস্তাটির অবস্থা হয়েছে বেহাল। খানাখন্দে ভরা রাস্তায় পড়ে রয়েছে কাদা ও বালি। স্থানীয় বাসিন্দারা জানান অজয় নদী থেকে বালি তুলে এই রাস্তা দিয়ে প্রতিদিন একাধিক ভারী ডাম্পার যাতায়াত করে। ভারী গাড়ি যাতায়াতের ফলে রাস্তাটির বেহাল অবস্থা হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁদের দাবি বিডিও, বিএলআরও স্থানীয় থানার পুলিশ এমন কি দিদিকে বলো তে ফোন করে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। বৃহস্পতিবার বনগ্রাম ও নতুন ডাঙ্গা এলাকার বাসিন্দাদের একাংশ বালির গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের পক্ষে স্বাধীন মণ্ডল, সুবোধ রুইদাস রা জানান এপাড়ের নতুন ডাঙ্গাপাড়া বনগ্রামের সাথে অজয় নদীর ওপারে বীরভূমের সাথে এটি স্বল্প দূরত্বের ও সহজ পথ। প্রতিদিন এ রাস্তাটি দু পারের মানুষ ব্যবহার করেন নিত্য প্রয়োজনে। তা ছাড়া নদী পাড়ে রয়েছে একটি শ্মশান। বনগ্রাম নতুন ডাঙ্গার বাসিন্দারা শবদেহ দাহ করার জন্য ওই শ্মশানটি ব্যবহার করেন। কিন্তু বালি বোঝাই ভারী গাড়ি যাতায়াতের ফলে রাস্তাটি ব্যবহার করা দুঃসাধ্য হয়ে উঠেছে। লাউদোহার বিডিও মৃণাল কান্তি বাগচি বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাষ দেন।