অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ও প্রসূতিদের খাবার না মেলায় স্থানীয়দের বিক্ষোভ

979

সংবাদদাতা,মুর্শিদাবাদ-

শিশু ও প্রসূতিদের জন্য সরকারি নিয়ম মত অঙ্গনওয়ারী কেন্দ্র থেকে নিয়মিত খাদ্য না মেলায় হরিহরপাড়া এলাকায় একদল বাসিন্দা জড়ো হয়ে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে রেখে চরম বিক্ষোভে ফেটে পড়ে।তাদের অভিযোগ,সরকারের তরফ থেকে বরাদ্দ খাদ্য এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হলেও এখানকার দায়িত্বে থাকা কর্মী ও সহায়িকারা তা শিশু ও প্রসূতিদের হাতে তুলে না দিয়ে অন্যত্র পাচার করে দেন। যদিও এদিন বিক্ষোভের মুখে পড়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী অভিযুক্ত শাকিলা আনসারী কোন উত্তর না দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালায়।স্থানীয় এক বিক্ষোভকারী মহিলা রাহিমা বিবি বলেন,”আমরা সারা মাসে এক দুই বারের বেশি খাবার এখান থেকে পাইনা।অথচ সপ্তাহের প্রতিদিন তা পাওয়ায় কথা”।ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা সিডিপিও অশোক মজুমদার অভিযোগ খতিয়ে দেখে আমারই কেন্দ্রের অভিযুক্ত কর্মী ও সহায়িকাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here