সংবাদদাতা, বাঁকুড়াঃ- সেপ্টেম্বর মাসের সোমবার অর্থাৎ আজ প্রথম সাপ্তাহিক লকডাউনে সকাল থেকে দেখা গেল বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকা একেবারে শুনশান মানুষের দেখা নেই বললেই চলে। যদিও বাঁকুড়ার মাচানতলায় কেউ কেউ সবজি নিয়ে বসেছিলেন রীতিমতো তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বাঁকুড়া শহরের পাশাপাশি বিষ্ণুপুর সোনামুখী পৌর শহর গুলিতেও পুলিশ প্রশাসনের কড়া নজরদারি চলছে। অবৈধ জমায়েত এড়াতে বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। লকডাউন সফল করতে জেলার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রাস্তায় নেমে নজরদারি চালাচ্ছে।