নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সারা রাজ্যে চলছে লকডাউন। রাজ্যের সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষকে সচেতন করতে যাতে সবাই বাড়ির ভেতরেই থাকেন। কিন্তু এত প্রচার সত্ত্বেও বেশ কিছু মানুষজন বেপরোয়া মনোভাব দেখিয়ে এখনো নিত্যদিন ঘুরে বেড়াচ্ছেন বাজার হাটে। শিল্পাঞ্চলে বেশ কয়েকটি সবজি বাজার ইতিমধ্যেই সানিটাইস করা হয়ে গিয়েছে। সেইসব সবজি বাজারে পুলিশ প্রশাসন , জেলা প্রশাসনের ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে বারবার সোশ্যাল ডিসটেন্স মেন্টেন করার কথা প্রচার করা হচ্ছে। কিন্তু এত সবের পরও মানুষের চরিত্রের বদল হচ্ছে না।
এমনই এক ভয়াবহ রূপ দেখা গেল আজ দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন সেন মার্কেটে। যানজটের দরুন বন্ধ হয়ে রইল বেশ কিছুক্ষণ মুখ্য সড়ক। মূলত যানজটের কারণে ও অতিরিক্ত মানুষজনের ভিড়ের জন্যই বেশ কিছুদিন সেন মার্কেটটি কে বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আজ তা খুলতেই মানুষ উপছে পড়লেন সেন মার্কেটে। অবরুদ্ধ হয়ে গেল স্টেশন যাওয়ার মূল রাস্তাটি। দীর্ঘক্ষণ যানজটে আটকে রইলেন মানুষজন। কবে এই শিল্পাঞ্চলবাসীর চেতনা আসবে তা নিয়ে চিন্তায় গোটা শিল্পাঞ্চল।