eaibanglai
Homeএই বাংলায়পুরীতে সোনা কুয়ার জলে স্নান করে জগন্নাথ জ্বরে পড়েন!

পুরীতে সোনা কুয়ার জলে স্নান করে জগন্নাথ জ্বরে পড়েন!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- জগন্নাথের স্নানযাত্রা। আজকের এই জৈষ্ঠ্য পূর্ণিমার তিথিটিকে বলা হয় দেবস্নানা পূর্ণিমা। স্কন্দপুরাণে বলা হয় যে, পুরী রাজ ইন্দ্রদুম্ন আজকের পবিত্র তিথিতেই ভগবান জগন্নাথ দেবের দারুব্রহ্ম মূর্তির স্নান করিয়েছিলেন বলেই এই পূর্ণিমার নাম দেবস্নানা পূর্ণিমা। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন মন্দিরের দেবতা বিগ্রহের স্নানের জন্য পুরোহিতগণ স্নানযাত্রার জল সংগ্রহ করে আনেন। অনেকেই হয়তো জানেন না জগন্নাথ দেব কে স্নান করাবার জন্য পুরীতে একটি বিশেষ কুয়ো রয়েছে, একমাত্র সেই কুয়োর জল থেকেই ভগবানকে স্নান করানো হয়। সেই কুয়োর নাম সোনাকুয়া।

আজকে জগন্নাথ দেবের এই স্নান পর্ব শেষ হওয়ার পর ভগবানকে গজবেশে সাজানো হয়। এরপর জগন্নাথ ১৫ দিন জ্বরে আক্রান্ত হয়ে লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন আর এই সময়টাকে বলা হয় যা অবসর বা অনাসর কাল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments