সংবাদদাতা, কাঁকসাঃ- গত ৬ই জুন পানাগড় বাজারের বাসিন্দা রাজু মন্ডলের বাড়ির বাইরে থেকে চুরি যায় তার মোটর সাইকেলটি। কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানানোর পর তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। তদন্তে নেমে পূর্ব বর্ধমানের গুসকরার কল্যাণপুর থেকে মুজিবর রহমান মোল্লা নামের এক যুবক কে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে মোটর সাইকেলটি উদ্ধার হয়। ৭ই নভেম্বর দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। কাঁকসা পুলিশ সূত্রে জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু ব্যক্তির নাম পাওয়া গেছে। গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রাম থেকে এক ব্যক্তি কে আটক করে কাঁকসা থানার পুলিশ। দীর্ঘ দিন ধরে পানাগড় ও কাঁকসা এলাকায় বাইক চুরির ঘটনা ঘটায় তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। সূত্র মারফত আউশ গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে। জিজ্ঞাসা বাদের পর সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দিনের পর দিন বাইক চুরির ঘটনায় রীতিমত আতঙ্কে রয়েছেন বাইক আরোহীরা ।
অন্য দিকে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ভিন রাজ্য থেকে চুরি যাওয়া লরি উদ্ধার করলো কাঁকসা থানার পুলিশ। একই সাথে তিন জনকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। জানা গেছে ঝাড়খণ্ডের বাসিন্দা মহম্মদ সহদেব আনসারী ও হাসান খান পানাগড়ের ব্যবসায়ী বজরঙ্গি জায়সওয়াল এর কাছে হাইজ্যাক করা লরি কাটাই করার চেষ্টা করেছিলো। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ লোরিটি উদ্ধার করে ও তিন জনকে গ্রেফতার করে। আজ ওই ব্যক্তিদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।