সংবাদদাতা, ক্যানিং :- প্রেমিকাকে বিয়ে করতে অস্বিকার করে প্রেমিক। আর সেই অপমানে নিজের ঘরে গলায় ওড়না দিয়ে আত্মঘাতী হন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার পশ্চিম হাতামারী গ্রামের। মৃতার নাম রীনা মন্ডল(১৭ )। ক্যানিং নলেয়াখালী হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। পরিবার সূত্রে জানা গেছে , গত এক বছর আগে ক্যানিং পশ্চিম হাতামারী একই গ্রামের বাসিন্দা হাসানূর সরদার(২০) ওরফে ভুলার সাথে প্রেমে আবদ্ধ হয় রীনা। আর এই প্রেমে কিছু দিন চলার পর অন্য একটি মেয়ের সাথে মেলামেশা করতে থাকে হাসানূর। আর এই ঘটনা রীনার নজরে আশায় বারবার বারণ করতে থাকে হাসানূর কে। এরপর বিয়ের প্রস্তাব দেয় রীনা। আর সেই বিয়ে করতে অস্বিকার করে হাসানূর। বিয়ে করতে অস্বিকার করায় নিজের ঘরে ওড়না দিয়ে আত্মঘাতী হন রীনা। এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আশে ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে দেখার পর চিকিৎসক মৃত বলে ঘোষনা করে । এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ। আর অভিযুক্ত হাসানূরকে আটক করে ক্যানিং থানার পুলিশ।