সংবাদদাতা, কলকাতাঃ- দামি উপহার দিতে না পারায় গঞ্জনায় অবসাদের জেরে আত্যঘাতী হলেন এক যুবক। ভিডিও কলে আত্যহত্যার প্ররোচনা দেয় প্রেমিকা আর তাঁর জেরেই আত্তঘাতী হলেন এক যুবকটি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, কলকাতার গড়িয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গড়িয়ার বাসিন্দা মানস রানা। ঠিক একই এলাকায় বাড়ি প্রেমিকা পল্লবী কুনারের। শিশুকাল থেকেই একই সঙ্গে পড়শুনা করেছেন এই যুবক ও যুবতী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্টতা বাড়তে থাকে। এমনকি বছর তিনেক আগে তাঁরা প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তার পরের দিকে হঠাৎ পল্লবী মানসের কাছে দামী দামী উপহার দাবি করতে থাকে। দিতে না পারলেই নিজেদের মধ্যে চরম অশান্তি দেখা দিত। কিন্তু বাধ্য হয়ে মানস সামর্থ্যের বাইরে গিয়ে পল্লবীকে বিভিন্ন উপহার দিতে বাধ্য হত। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে পল্লবী মানসের কাছ থেকে একটি দামি সোনার চেন দাবি করে। কিন্তু মানসের পক্ষে ওই সোনার দেওয়ার সামর্থ্য হয়নি। এই নিয়ে তাদের মধ্যে চরম অশান্তির সৃষ্টি হয়। কয়েকদিন আগে মানস জানতে পারে এক যুবকের সাথে পল্লবীর রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এই নিয়ে কঠা বলতে গিয়ে নিজেদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বুধবার সকালবেলায় মানসের দেহ উদ্ধার করে বাড়ির লোক। খবর পেয়ে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের পরিবারের বক্তব্য মানসকে ভিডিও কলে মানসকে পল্লবী আত্যহত্যার প্ররোচনা দেয় ব্লেও জানা গেছে। ইতিমধ্যেই মানসের পরিবার পল্লবীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশও ওই তুরুনীকে গ্রেপ্তার করেছে। মৃত্যুর আগে মানসের সঙ্গে ঠিক কি হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।