সংবাদদাতা,বনগাঃ- প্রেমের প্রস্তাবে প্রত্যাখান হোক বা কোনো ঝামেলা। যে কোনো কারনে প্রেমিক প্রেমিকাকে আক্রমন করা এমন ঘটনা আধুনিক যুগে হামেশাই ঘটে চলেছে। কিন্তু এবার হল ঠিক এর বিপরীত। যুবককে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। এই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে বনগাঁয়। পুলিশ সুত্রে জানা গেছে, আহত ব্যক্তির নাম শাহজাহান। তাঁর একটি সন্তান রয়েছে। অভিযুক্ত হালিমা বিবি হল শাহজাহানের প্রতিবেশী। ৮ বছর আগে ইসলাপুরের রাজবর মণ্ডলের সাথে বিয়ে হয় হালিমা বিবির। এর কিছুদিন পরেই হালিমা শাহাজানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে বেশ কিছুদিন ধরেই হালিমার সাথে শাহাজানের নানান কারনে অশান্তি চলছিল। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার কিছুদিন আগে হালিমা শাহাজানের কাছ থেকে বেশ কিছু টাকা ধাড় বাবদ নিয়েছিলেন। তাই এদিন শাহাজাহান হালিমার বাড়িতে গিয়েছিলেন ওই টাকা নিতে। সেই সময় ই হালিমা ঘরের দরজা বন্ধ করে শাহাজাহানকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। কিন্ত শাহাজাহান নিজেকে কোনোরকমে প্রানে বাঁচিয়ে সেখান থেকে চলে আসেন নিজের বাড়িতে। এরপর শাহাজাহান কে তার পরিবারের লোকেরা তড়িঘড়ি করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। অবস্থার কোনো অবনতি না হওয়ায় শাহাজাহান কে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত শাহাজাহান ওই হাসাপাতালেই চিকিৎসাধীন। আক্রান্তের মা বলেন, “আমার ছেলেকে প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়েছে হালিমা। কিন্তু ছেলে টাকা ফেরত চাইতেই হালিমা তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল”। গোপালনগর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যুবকের পাওয়া তথ্যতেই অভিযুক্ত হালিমা বিবিকে পুলিশ নিজেদের হেপাজতে নিয়েছে।