সংবাদদাতা, কালনাঃ- অঙ্গনারীকেন্দ্র থেকে দেওয়া শিশুখাদ্যের মধ্যে কিলবিল করছে পোকা। ক্ষুব্দ এলাকার বাসিন্দারা। কালনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাদুরি পাড়ার পৌরসভা প্রাথমিক বিদ্যালয় থেকে, আজ সকালে টুম্পা রায় নামে এক গৃহবধূ তার মেয়ের জন্য অঙ্গনারী থেকে প্রাপ্য চাল, ডাল এবং আলু বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসে, চালের প্যাকেট খুলতেই দেখা যায় সেখানে কিলবিল করছে পোকা। এর আগেও ঐ অঙ্গনারী থেকে এমন নিম্নমানের সামগ্রী দেয়ার অভিযোগ ওঠে।