eaibanglai
Homeএই বাংলায়মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা দুর্গাপুর পুলিশ ও জেলা প্রশাসনের

মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা দুর্গাপুর পুলিশ ও জেলা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আজ থেকে রাজ্যজুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। আর এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জেলা পুলিশ প্রশাসন পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়ন রয়েছে। কড়া নজরদারিতে চলছে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও তাদের আসা যাওয়ার রাস্তা। যেকোনো রকম আপত্তিকর ঘটনা এড়াতে চালু হয়েছে হেল্পলাইন নম্বর।

সকাল থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন স্কুলের সামনে পরীক্ষার্থীদের অভিনন্দন জানাতে পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে সাথে জেলা প্রশাসনের এসডিও পদমর্যাদার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের দেখা গেল। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমাশনারেটের পক্ষ থেকে দুর্গাপুরের ডিসিপি অভিশেক গুপ্ত নিজে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের কে স্কুলে ঢোকার আগে গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানান। আগামী দিনে যাতে ভালভাবে পরীক্ষা দিয়ে সফলতার মুখ দেখেন ছাত্রছাত্রীরা সেই কামনা জানিয়েই পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্বাগত জানানো হচ্ছে। জেলা পুলিশ প্রশাসন ও প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকল ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকরা ও শিল্পাঞ্চল বাসিরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments