eaibanglai
Homeএই বাংলায়বৃষ্টিকে উপেক্ষা করে বাঁকুড়ার বিভিন্ন নদী ঘাট গুলিতে তর্পণ পুণ্যার্থীদের

বৃষ্টিকে উপেক্ষা করে বাঁকুড়ার বিভিন্ন নদী ঘাট গুলিতে তর্পণ পুণ্যার্থীদের

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : মহালয়ার পুণ্য লগ্নে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ মাতৃ পক্ষের শুভসূচনা হয়েছে । আর আজ তাই মহালয়ার পূর্ণ লগ্নে ভোর থেকেই বাঁকুড়া জেলার গন্ধেশ্বরী , দারকেশ্বর , দামোদর সহ বিভিন্ন নদী ঘাট গুলিতে পুণ্যার্থীরা তর্পণ করছেন । বৃষ্টিকে উপেক্ষা করেই পুণ্যার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো ।

সাধারণ পূণ্যার্থীদের পাশাপাশি রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা তিনি নিজেও সাধারণের সাথে মিশে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর ঘাটে সকাল-সকাল তর্পণ সেরে নিলেন । দুই হাত এক করে ভগবানের কাছে প্রার্থনা করলেন রাজ্যের সকল মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে ।

শ্যামল সাঁতরা মহাশয় বলেন , জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে এলাকার সকল মানুষ পুজোতে আনন্দ মেতে উঠুক । তবে তিনি আশাবাদী পুজোতে বৃষ্টি কমে যাবে এবং সকলেই আনন্দ ফুর্তি করতে পারবে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments