জামাইষষ্ঠীতে মহাপ্রভুর বিগ্রহকেই জামাইরূপে আপ্যায়ন হয় এখানে!

26

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- ২৫ শে মে বৃহস্পতিবার জামাই ষষ্ঠী, ঘরে ঘরে জামাইদের আদর করা হবে, কিন্তু কখনো কি কোনো বিগ্রহকে জামাই রূপে আদর পেতে দেখেছেন? জানেন কি? শুনতে অবাক লাগলেও সত্যি যে, এমন ঘটনা ঘটে নবদ্বীপে।

জৈষ্ঠ মাসের শুক্লপক্ষে মহাপ্রভুর মন্দিরে পালিত হয় জামাইষষ্ঠী। সেইদিন আর মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের অবতার নন, তিনি নিমাই,তিনি তাদের আদরের জামাই। আসলে এই মন্দিরের পুরোহিতরা হলেন বংশপরম্পরাক্রমে বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তর পুরুষ। তাই প্রায় ৩৫০ বছর ধরে এই তিথিতে শ্রীচৈতন্যদেবের বিগ্রহকে তারা জামাই হিসেবে আদর আপ্যায়ন করেন। এইদিন জামাইষষ্ঠী উপলক্ষে স্থানীয় প্রবীণরা মহাপ্রভুকে ষাটের বাতাস দেন ও হাতে পরিয়ে দেন সুতো। এছাড়া বিগ্রহকে এদিন পরানো হয় নতুন পোশাক। জামাইষষ্ঠী উপলক্ষে নিমাইয়ের জন্য থাকে রাজসিক ভোগ।

রূপোর রেকাবিতে মৌসুমী ফল, রূপোর বাটিতে ক্ষীর,রূপোর গ্লাসে জল দিয়ে ঘুম ভাঙ্গানো হয় নিমাইয়ের তারপর বাল্যভোগে থাকে চিঁড়ে, মুড়কি, দই, আম কাঁঠাল ও মিষ্টি। এছাড়া দুপুরে তরকারি, ডাল, ভাজা, বেগুন পাতুরি, ছানার ডালনা, ধোকার ডালনা, লাউ, চাল কুমড়ো এবং পোস্ত দিয়ে রাঁধা যায় এমন সব নিরামিষ পদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here