নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- কালী পূজার দিনে কারখানায় দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া বাঁকুড়ার বড়জোড়া থানার ঘুটগেরিয়ায় একটি কারখানায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত আরো চার জন শ্রমিক। জানা গেছে ওই কারখানায় আজ সকালে গ্যাসটিফার ফার্নেস খুলতে গিয়ে বিপত্তি ঘটে। ফার্নেস খুলতেই গ্যাস বেরিয়ে গ্যাস উৎপন্ন ফার্নেস পড়ে যায় এক শ্রমিকের উপর। তাঁকে উদ্ধার করতে চেষ্টা করে অন্যান্য শ্রমিকরা। আরো একজন পড়ে যায় ওই ফার্নেস। গ্যাসে জখম হয় আরো চার শ্রমিক। তাদের উদ্ধার করে দুজনকে কে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এবং বাকি দুজনকে বাঁকুড়া মেডিক্যাল নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।