সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোলের রেলপারের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল রসেদি সহ দুজন ইমামকে সংবর্ধনা জানালেন মন্ত্রী মলয় ঘটক। জানা গিয়েছে, মুসলিম ম্যারেজ রেজিস্টার এবং কাজি পদ পাওয়ার জন্য তাকে সংবর্ধনা জানানো হয়েছে। এদিন মন্ত্রী মলয় ঘটক মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে দেখা করেন। ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানান ও এর পাশাপাশি মিষ্টি মুখও করান। প্রসংগত বছর কয়েক আগে রেলপারের হিংসার ঘটনায় ইমাম সাহেবের এক সন্তানের মৃত্যু হয়েছিল। সেই সময় নিজের সন্তানকে হারিয়েও শান্তির বার্তা দিয়েছিলেন ইমাম সাহেব। সেই সময় তাঁর পাশে দাড়িয়ে ছিলেন মন্ত্রী মলয় ঘটক।