সন্তোষ মন্ডল, আসানসোলঃ-আসানসোলে কর্মরত এক হিন্দি পত্রিকার সাংবাদিকের করোনায় মৃত্যু হয়েছে সম্প্রতি। শনিবার তাঁর স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এদিন আসানসোলের আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাসোভবনে প্রয়াত সাংবাদিকের স্ত্রীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই সাংবাদিক এক হিন্দি পত্রিকার আসানসোলের প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মাস কয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপরই তাঁর মৃত্যু হয়। মৃত সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। দুই সন্তান নাবালক হওয়ায় বিপাকে পড়ে পরিবারটি। অবশেষে চাকরি পেয়ে স্বাস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রয়াত সাংবাদিকের স্ত্রী। জানা গেছে তাঁকে সরকারের জুডিশিয়াল বিভাগে চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়েছে। চাকরির নিয়োগ পত্র পেয়ে মন্ত্রী মলয় ঘটককে ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে আগামী দিনেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মলয়বাবু।
Home Flash News আসানসোলে করোনা সংক্রমনে মৃত সাংবাদিকের স্ত্রীকে চাকরির নিয়োগ পত্র দিলেন মন্ত্রী মলয়...