সংবাদদাতা, মালদাঃ- গতকাল মালদার গোলাপগঞ্জের গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যাক্তির নাম মেসার শেখ, বয়স(৪০)। ধৃত ব্যক্তির বাড়ি কালিয়াচক থানার সাহাবাজপুরে। গতকাল রাত্রে গোলাপগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁর কাছ থেকে ৪ কেজি পোস্তর আঁঠা উদ্ধার করে। পুলিশের বয়ান অনুযায়ী জানা গেছে যে, পোস্তর আঁঠা দিয়ে ব্রাউন সুগার, হেরোইন, কোকেন সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য তৈরীর জন্য এই আঁঠা পাচার করা হচ্ছিল। এও জানা গেছে যে, এই আঁঠার বাজার মূল্য হচ্ছে প্রায় ৪ লক্ষ টাকা। আজ সকালে ধৃত ব্যক্তিকে পুলিশ মালদা জেলার আদালতে তোলে, এবং সেখান থেকে পুলিশ ওই ব্যাক্তিকে নিজেদের হেপাজতে নেওয়ার নির্দেশ দেয়।