নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:-
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিতর্কিত জমির গাছ বিক্রির অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়া শহরের পাঠক পাড়া এলাকার। গাছ কেটে বিক্রির অভিযোগ অভিজিৎ মিশ্র নামে পাঠক পাড়ার এক বাসিন্দার বিরুদ্ধে।
বিতর্কিত ঐ জমির গাছ কাটার বিরুদ্ধে সরব স্থানীয় বাসিন্দারাও। পিকু দুবে নামে একজন বলেন, এই মুহূর্তে কোনভাবে গাছ কাটার বিষয়টি সমর্থণ যোগ্য নয়। পুলিশ কেটে ফেলা গাছটি থানায় নিয়ে যাচ্ছে। এতে লাভ কি হলো প্রশ্ন তুলে বলেন, একটি গাছের প্রাণ গেল।
ক্রেতা রঞ্জিত মালগোপ বনদপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটার কথা স্বীকার করে বলেন, এক দু’টো গাছ কাটলে অনুমতি না নিয়ে তিনি আগেও এই কাজ করেছেন।
