সংবাদদাতা, খন্ডঘোষঃ- পারিবারিক বিবাদের জেরে শিশুকন্যা, স্ত্রী আর শ্যালিকাকে কাস্তে দিয়ে কোপালো এক যুবক। পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে।
শুক্রবার বিকালে পূর্ববর্ধমানের খন্ডঘোষ থানা এলাকার হাঁড়ি পাড়ার ঘটনা এটি। পুলিশ জানায়, পরান বারুই নামে ওই যুবক আচমকাই ধান কাটার কাস্তে নিয়ে চড়াও হয় স্ত্রীর ওপর। তাকে বাঁচাতে তার শ্যালিকা এগিয়ে এলে কোপায় তাকেও। এরপরই পাশেই পড়ে থাকা কাঁদতে থাকা দেড় বছরের শিশুকন্যাকে ওই কাস্তে দিয়ে সজোরে কুপিয়ে দেয় পরান।
আক্রান্তদের আর্ত চিৎকারে হাঁড়িপাড়ার অন্যান্য প্রতিবেশীরা দ্রুত পরানের ঘরে ছুটে আসে। আশঙ্কাজনক অবস্থায় জখম দুই মহিলা সহ শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রতিবেশীরাই ধরে ফেলে পরাণকে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, পারিবারিক অশান্তির জেরে-ই এই ঘটনা। ঘটনায় বিস্তর চাঞ্চল্য ছড়ায় এলাকায়।