সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোলের সালানপুর থানার কল্যানেশ্বরী নাকা পয়েন্টে প্রচুর পরিমাণে দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ। লকডাউনের কারনে প্রতিনিয়ত কল্যানেশ্বরী নাকা পয়েন্টে পুলিশের নাকা চেকিং হয়। ঝাড়খণ্ড থেকে আসা যাওয়া প্রতিটি যানবাহন চেকিং করা হচ্ছিল। আঁটো সাটো পুলিশি ব্যবস্থা ছিল। এদিন ঝাড়খণ্ডের উমেশ বাউরি মোটর সাইকেল করে একটি ব্যাগের মধ্যে কুলটির রামনগর এলাকা থেকে প্রায় ৪০ টি মদের বোতল অবৈধভাবে ঝাড়খণ্ডে নিয়ে যাচ্ছিল। তখনই কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস গোপন সূত্রে খবর পেয়ে সেই ব্যাক্তিকে নাকা পয়েন্টে আটক করে। তল্লাশি চালিয়ে উমেশ বাউরির ব্যাগের মধ্যে প্রায় ৪০টি দেশি মদের বোতল পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর উমেশ বাউরি প্রায় সময় রামনগর এলাকা থেকে দেশি মদ কিনে নিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন দোকানে সরবরাহ করতো। তাই পুলিশ এদিন গোপন সূত্রে খবর তাকে গ্রেফতার করে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।