সংবাদদাতা, কাঁকসাঃ- এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠল সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুর এলাকায়। শিবপদ দাস নামের ওই বৃদ্ধের অভিযোগ শনিবার বিকালে তার নিজের বাড়ির সামনে মন্দিরের বারান্দায় বসে ছিলেন। সেই সময় এলাকারই দুই যুবক এসে তাকে মন্দিরের বারান্দা থেকে উঠে যেতে বলে। শিব পদ বাবু তাদের কথা শুনে মন দিয়ে বারান্দা থেকে উঠে না যাওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তার অভিযোগ ওই যুবকরা সিপিএম সমর্থক। এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। পাশাপাশি তার ছেলে জগবন্ধু দাস বর্তমানে গোপালপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি। সেই আক্রোশ ছিল তাদের দীর্ঘদিন ধরে। তাই তার উপর মারধর করা হয়েছে বলে তার অভিযোগ। এমনকি তার কাছে থাকা বেশ কিছু টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন তিনি। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে কাঁকসা থানার দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ। যদিও ঘটনার অভিযোগ অস্বীকার করা হয়েছে সিপিএমের পক্ষ থেকে।