সন্তোষ মন্ডল, আসানসোলঃ- ক্যান্সার আক্রান্ত এক রেল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল আরপিএফের বিরুদ্ধে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম অফিসের ঘটনা। জানা গিয়েছে, এদিন হাওড়া ডিভিশনের ওই রেল কর্মী কাজ নিয়ে ডিআরএম অফিসে আসেন। এই রেল কর্মী ক্যান্সার রোগে আক্রান্ত। অভিযোগ ওই রেল কর্মীকে অফিসে ঢুকতে দেয়নি আরপিএফ।এরপর দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় রেলের আধিকারিকের গাড়ি অফিসে ঢুকছিল।অভিযোগ সেই সময় ওই রেলকর্মী রেলের আধিকারিকের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। এরপর আরপিএফ বাহিনী ওই রেল কর্মীকে ধরে অফিস প্রাঙ্গণ থেকে বের করে দেয়।ওই রেল কর্মীর অভিযোগ আরপিএফ বাহিনী তাকে মারধর করেছে। তার জামা ছিড়ে দিয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আরপিএফ। তাদের পাল্টা অভিযোগ ওই রেলকর্মী তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই ঘটনায় জেরে ডিআরএম অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।