সন্তোষ মন্ডল, আসানসোলঃ- লকডাউনের মধ্যে বিকেল বেলায় কুলটি থানার কুলতোড়া সংলগ্ন জাতীয় সড়কের পাশে ১১ হাজার ভোল্টের তারের হাইটেনশন টাওয়ারে চেপে পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক। মুহূর্তে খবর ছড়িয়ে পড়াতে লকডাউন বিধি ভেঙে মানসিক ভারসাম্যহীনের কার্য্যকলাপ দেখতে ভিড় লেগে যায়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকাবাসী চেষ্টা করে যুবককে নামাতে। কিন্তু সন্ধ্যা সাতটা অবদি ওই যুবককে নামানো সম্ভব হয়নি। পরে সে নিজেই সাড়ে সাতটা নাগাদ নেমে আসে। সে কোথায় থেকে এসেছিলো তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে কুলটি থানায় নিয়ে যাওয়া হয়। প্রায় দু’ঘণ্টা পর পুলিশের এবং দমকল কর্মীর প্রচেষ্টায় সেই যুবকের নামানো হলো তারপরে তাকে অ্যাম্বুলেন্সের সাহায্যে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য। ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে ঠিক কি কারণে যুবকটি হাইটেনশন ইলেকট্রিক পোলে চেপেছিল। আপাতত পুলিশ তাকে অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে পাঠিয়েছে।